ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে ‘না’ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
আবারও আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে ‘না’ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে আবারও নিজেদের অবস্থান জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আফগানরা নারীদের ক্রিকেট খেলার ব্যাপারে 'যথেষ্ট উন্নতি' না করা পর্যন্ত এধরনের সিরিজে আগ্রহী নয় অস্ট্রেলিয়া।

'ইএসপিএনক্রিকইনফো'-কে সিএ'র প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, আফগানিস্তানের তালিবান সরকার যতদিন পর্যন্ত না দেশটিতে নারীদের ক্রিকেট খেলার অনুমতি দিচ্ছে, ততদিন রশিদ-নবিদের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সিরিজ খেলার কোনও সম্ভাবনা নেই। তিনি বলেন, 'আফগান সরকার মানবাধিকার নিয়ে যে অবস্থান নিয়েছে, তাতে দ্বিপাক্ষিক সিরিজ খেলা সম্ভব হচ্ছে না। ' 

'তবে আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং আমাদের মধ্যে নিয়মিত আলোচনা হয়। আমরা চাই ছেলে ও মেয়েদের ক্রিকেট সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। আশা করি আগামী দিনে একটা পর্যায় পর্যন্ত উন্নতি হবে। হয়তো একটা সময় আলোচনার মাধ্যমে এটার সমাধান হবে এবং ভবিষ্যতে আমরা আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবো। '

মূলত ২০২১ সালে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় তালিবান আসার পর থেকে নারী অধিকার, বিশেষ করে নারীদের ক্রিকেট খেলতে না দেওয়ার ইস্যুতে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সকল সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। তবে আইসিসির টুর্নামেন্টগুলোতে ঠিকই মুখোমুখি হয় দুই দেশের জাতীয় দল। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটেও মুখোমুখি হয়েছিল তারা। যেখানে ফেভারিট অজিদের ২১ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আফগানরা। তাদের ক্রিকেটীয় সাফল্যকে গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়াও। সিএ প্রধান হকলি যেমন বললেন, 'দারুণ একটা টুর্নামেন্ট কাটলো তাদের। তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে এবং তারা আবেগ ও সাহস নিয়ে খেলে। '

সিএ না চাইলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারানোর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলার আকুতি ঝরে পড়েছিল আফগান অধিনায়ক রশিদ খানের কণ্ঠে। তিনি বলেন, 'এটা এমন একটা ব্যাপার যা আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি কোনো সমাধান বের করা যায়, আমরা খুশি হবো। কিন্তু আমরা জানি না এটার সমাধান কী। আমি রাজনৈতিক ব্যাপারে খুব বেশি জানি না এবং আমি এটা পছন্দও করি না। আমরা যদি বিশ্বকাপে খেলতে পারি, তাহলে দ্বিপাক্ষিক সিরিজ কেন নয়?'

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।