ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলি-রোহিতের পর অবসরে জাদেজাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
কোহলি-রোহিতের পর অবসরে জাদেজাও

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসরের হিড়িক পড়েছে ভারতীয় দলে। বিরাট কোহলি, রোহিত শর্মার পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রবীন্দ্র জাদেজা।

ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেন এই অলরাউন্ডার।

জাদেজা লিখেন, 'কৃতজ্ঞ হৃদয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলছি আমি। গর্বের সঙ্গে ছুটে চলা অবিচল ঘোড়ার মতো দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছি এবং বাকি ফরম্যাটেও সেটা করতে থাকব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। যা আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবার উঁচুতে থাকবে। অটল সমর্থন ও স্মৃতির জন্য ধন্যবাদ। '

২০০৯ সালে  শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল জাদেজার। গতকাল বিশ্বকাপ ফাইনালই হয়ে থাকল তার শেষ ম্যাচ। যেখানে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

১৫ বছরের ক্যারিয়ারে ৭৪ ম্যাচ খেলেছেন জাদেজা। ৫১৫ রানের পাশাপাশি বল হাতে ৫৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।