ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আমি কান্না করি না, কিন্তু আবেগ সব ছাড়িয়ে গেছে: বুমরাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
আমি কান্না করি না, কিন্তু আবেগ সব ছাড়িয়ে গেছে: বুমরাহ

কথা বলার সময় জাসপ্রিত বুমরাহর কণ্ঠ ভারি, সঙ্গী উচ্ছ্বাসও। একটু আগে অবিশ্বাস্য এক অর্জনই সঙ্গী হয়েছে তার।

ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন, নিজেও হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ব্যাটারদের খেলা হয়ে পড়া টি-টোয়েন্টিতে বারবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন বুমরাহ।  

এখন তার স্বীকৃতিও পেলেন। ৮ ইনিংসে ওভারপ্রতি ৪.১৭ গড়ে রান দিয়ে ১৫ উইকেট নিয়েছেন বুমরাহ। কীভাবে সম্ভব হলো? প্রশ্নের উত্তরে বুমরাহ বললেন নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার কথা। যদিও বিশ্বকাপ জয়ের পর সেটি পারেননি তিনি নিজেও।

এই পেসার বলেন, ‘এমনিতে আমি আমার আবেগ নিয়ন্ত্রণে রেখে কাজটা রাখতে পারি। কিন্তু আজকে আমার বলার মতো তেমন কিছু নেই। আমি সাধারণত খেলার পর কান্না করি না, কিন্তু আজকে আবেগ সব ছাড়িয়ে গেছে। আমরা ঝামেলায় পড়ে গিয়েছিলাম কিন্তু ওই জায়গা থেকে জিততে পেরেছি। ’

‘আমার পরিবার এখানে আছে। আগেরবারও আমরা কাছে গিয়েছিলাম। দলকে এ ধরনের ম্যাচ জেতানোর চেয়ে ভালো অনুভূতির আর কিছু হয় না। আসলে খুবই ভালো লাগছে, নিজেকে একটা জায়গায় বন্দি করে রাখার চেষ্টা করেছি, খুব দূরে ভাবিনি। ’

ফাইনালেও ভারতের জন্য কঠিন হয়ে গিয়েছিল। ৩০ বলে এক সময় ৩০ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু ১৭তম ওভার করতে এসে স্রেফ ২ রান দিয়ে ১ উইকেট নেন বুমরাহ। ফাইনালে চার ওভারে ১৮ রান দিয়ে নেন দুই উইকেট।

বুমরাহ বলেন, ‘যখন বড় দিনগুলো আসে, আমাদের করে দেখাতে হবে। পুরো টুর্নামেন্টজুড়ে আমি পরিষ্কার ভাবনা নিয়ে এগিয়েছি। এক সময়ে একটা বল বা ওভার নিয়ে ভেবেছি, খুব দূরের কিছু নিয়ে ভাবিনি। আবেগ চলে আসে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে নিতে হবে। এখন যখন ম্যাচ শেষ, তখন সেটি বেরিয়ে আসতে পারে। ’

বাংলাদেশ সময় : ১২৪৫ ঘণ্টা, ৩০ জুন, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।