ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দেড় ঘণ্টা পর হওয়া টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
দেড় ঘণ্টা পর হওয়া টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

বৃষ্টিতে প্রায় দেড় ঘণ্টা পিছিয়ে হলো টস। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড।

এ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে চলে যাবে ভারত, কারণ সুপার এইটের চ্যাম্পিয়ন দল তারা।  

এমন সমীকরণ মাথায় নিয়ে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার।

টস জেতার পর ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, বৃষ্টিতে আগে বোলিং করায় সুবিধা পেতে পারেন তারা। যদিও রোহিত শর্মাও ব্যাটিং পেয়ে খুশি। বড় ম্যাচে আগে স্কোরকার্ডে রান তুলে রাখতে চান তিনি।

দেড় ঘণ্টা পিছিয়ে গেলেও কোনো ওভার কাটা হচ্ছে না। এ ম্যাচে এমনিতে রিজার্ভ ডে নেই। তবে নির্ধারিত সময়ের বাইরেও তিন ঘণ্টা অপেক্ষা করা হবে খেলা শুরু করতে।  

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদ্বীপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ

ইংল্যান্ড একাদশ: জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলি

বাংলাদেশ সময় : ০৯৩২ ঘণ্টা, ২৭ জুন, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।