ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খেলা পরিত্যক্ত হলে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
খেলা পরিত্যক্ত হলে ফাইনালে ভারত

গায়ানায় বৃষ্টি হচ্ছে দু দিন ধরেই। সেখানেই হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল।

এই ম্যাচে ঠিক সময়ে টস হচ্ছে না, এটুকু নিশ্চিত।  

যদিও বৃষ্টি এখন নেই। তবে গায়ানার আকাশ ভীষণ মেঘলা বলে জানিয়েছে ক্রিকবাজ। টসের নির্ধারিত সময়ে দুই ড্রেসিংরুমে গিয়ে কথা বলেছেন দুই আম্পায়ার।  

এই ম্যাচ না হলে ফাইনালে চলে যাবে ভারত। কারণ সুপার এইটে নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর ইংল্যান্ড এসেছে দুই নম্বর দল হিসেবে।  

দুটি সেমিফাইনালের প্রথমটিতে রিজার্ভ ডে ছিল। কিন্তু দ্বিতীয়টি খেলে ফাইনালে যাওয়ার আগে পর্যাপ্ত সময় না থাকায় এটিতে রিজার্ভ ডে রাখা হয়নি। যদিও এই ম্যাচে তিন ঘণ্টা অপেক্ষা করা হবে অতিরিক্ত সময়।

বাংলাদেশ সময় : ২০০৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।