ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতই চালায় ক্রিকেট, দাবি ক্রিস গেইলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
ভারতই চালায় ক্রিকেট, দাবি ক্রিস গেইলের

ক্রিকেটে ভারতের আধিপত্য নিয়ে সমালোচনার শেষ নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিরপেক্ষ হলেও বেশ কিছু সময় ভারতের প্রতি যে তারা আলাদা সুবিধা দেয়, তা বলার অপেক্ষা রাখে না।

এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল।  

ভারতের এক ইউটিউভ চ্যানেলের দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেন, ‘কেউ ভারতের উপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারোই নেই। ’

ক্যারিবীয় এই কিংবদন্তি ক্রিকেটার আরও বলেছেন, ‘বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না। আইপিএলের সময়ও একই হওয়া উচিত। আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সেসময় থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়। এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায়। ’

তিনি আরও বলেন, ‘আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে। এটা ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না। এর ফলে ভারতেরই লাভ হচ্ছে। ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এমন হওয়া ঠিক না। ’

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।