ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিয়ে নিজ বোলারদের দুষলেন বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুন ৭, ২০২৪
যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিয়ে নিজ বোলারদের দুষলেন বাবর

শেষ বলে জয়ের জন্য ৫ রানের প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের। হারিস রউফের সেই ডেলিভারি মিড অফ দিয়ে বাউন্ডারিতে পাঠান নিতিশ কুমার।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রত্যাশানুযায়ী বোলিং করতে পারেননি মোহাম্মদ আমির। ফলক্রমে ১৮ রান করে ফেলে যুক্তরাষ্ট্র। এই রান তাড়ায় ১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।  

বাজে বোলিংয়ের কারণে ম্যাচ ড্র হয়। যেটি চলতে থাকে সুপার ওভারেও। তাইতো হারের জন্য বোলারদেরই দুষছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফাস্ট বোলারদের সুযোগ থাকলেও তারা কাজে লাগাতে পারেননি বলে মনে করেন তিনি।

বাবর বলেন, ‘দিনের প্রথম ৬ ওভারে উইকেট থেকে সাহায্য পেয়েছে বোলাররা। এরপর আমার মনে হয়নি এটি ভিন্ন উইকেট। কিছুটা ভালো হয়েছে। ম্যাচগুলো সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ায় ফাস্ট বোলাররা অবশ্য কিছুটা সাহায্য পাবে। সকালের দিকে পিচে কিছুটা আর্দ্রতা ছিল। তারা এটি কাজে লাগিয়েছে এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ’

জেতার মতো স্কোর থাকলেও বোলারদের কারণে হারতে হয়েছে বলে জানান পাকিস্তানি অধিনায়ক। তার ভাষ্য, ‘দ্বিতীয় ইনিংসে আমার মনে হয়েছে যে, আমরাও সাহায্য পেয়েছি। কিন্তু বোলিংয়ের দিক থেকে আমরা সঠিক মানে ছিলাম না। প্রথম দশ ওভারে আমাদের ঘাটতি ছিল। এরপর আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু এর আগেই তারা মোমেন্টাম পেয়ে যায়। তবে আমাদের যে মানের বোলার আছে, এই সংগ্রহ ডিফেন্ড করা উচিত ছিল। এই পিচে আমাদের বোলিংয়ের জন্য এটি জেতার মতো স্কোর ছিল। ’

পাকিস্তান অধিনায়ক মনে করেন, নিজেদের মানের ধারেকাছেও বোলিং করতে পারেননি হারিস, আমিররা, ‘আমরা বোলিংয়ে এর চেয়ে ভালো। প্রথম ছয় ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে যদি আপনার স্পিনাররা উইকেট নিতে না পারে, তাহলে চাপটা চলে আসে। দশ ওভার পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু তারা যেভাবে সুপার ওভারে খেলাটি শেষ করেছে, কৃতিত্ব অবশ্যই যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।