ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

পিসিবি প্রধানের চাপে বদলে গেল বাবরদের হোটেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ৬, ২০২৪
পিসিবি প্রধানের চাপে বদলে গেল বাবরদের হোটেল

নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে পাকিস্তান। এর মধ্যে একটি চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতের বিপক্ষে।

তবে এ দুটি ম্যাচ খেলার জন্য হোটেল থেকে দেড় ঘণ্টার পথ পাড়ি দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু পিসিবি প্রধান মহসিন নাকভির চাপে শেষ পর্যন্ত পাকিস্তান দলের হোটেল পরিবর্তন করেছে আইসিসি। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিইও নিউজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান। ডালাসে এই ম্যাচ খেলে নিউইয়র্কে যাবে তারা। একই জায়গায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত স্টেডিয়াম থেকে ১০ মিনিট দূরত্বের হোটেলে রয়েছে।

পিসিবি প্রধানের অসন্তোষের পর পাকিস্তানের জন্য এখন স্টেডিয়াম থেকে ৫ মিনিট দূরত্বের হোটেল বরাদ্দ করা হয়েছে। আগামী ৯ জুন নিউইয়র্কে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। একই ভেন্যুতে ১১ জুন কানাডার বিপক্ষে খেলবে বাবর আজমের দল।

এদিকে, লজিস্টিক অব্যবস্থাপনার কারণে আইসিসির কাছে এর আগে লিখিত অভিযোগ করেছে শ্রীলঙ্কা। অসন্তোষ জানিয়েছে দক্ষিণ আফ্রিকাও।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ৬, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।