ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুন ২, ২০২৪
টস জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

কানাডাকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের। একইভাবে শুরু করতে মুখিয়ে আছে আরেক স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাছাইপর্ব পেরিয়ে আসা পাপুয়া নিউগিনি এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অঘটন ঘটানোর জন্য বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে তারা। তবে টস ভাগ্য পক্ষে আসেনি তাদের।

ঘরের মাঠে তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বীকৃত পেসার হিসেবে আছেন কেবল আলজারি জোসেফ। এছাড়া রোমারিও শেফার্ড, শেরফান রাদারফোর্ড ও আন্দ্রে রাসেলের মতো অলরাউন্ডার তো আছেনই।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জনসন চার্লস, ব্রেন্ডন কিং, রোস্টন চেস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, শেরফান রাদারফোর্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুদাকেশ মোতি।

পাপুয়া নিউগিনি একাদশ: টনি উরা, সিসি বাউ, আসাদ ভালা  (অধিনায়ক), লিগা সিয়াকা, হিরি হিরি, চার্লস আমিনি, কিপলিন দোরিগা, আলি নাও, চাদ সোপার, কাবুয়া মোরিয়া, জন কারিকো।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ২, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।