ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এমন হওয়ার কথা ছিল না, তবুও দলকে নিয়ে গর্বিত: রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এমন হওয়ার কথা ছিল না, তবুও দলকে নিয়ে গর্বিত: রোহিত

ড্রেসিংরুমে ফেরার পথে রোহিত শর্মার চোখে হতাশা। হৃদয় নিশ্চয়ই কুকড়ে খাচ্ছে তার।

বিশ্বকাপে কী এক অবিশ্বাস্য যাত্রাই না ছিল রোহিত ও তার দলের। টানা ১০ ম্যাচে অনেকটা অপ্রতিরোধ্য থেকে ফাইনাল খেলতে নেমেছিল তারা। কিন্তু এখানে এসেই তাদের তরী ডুবেছে।  

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেট হারতে হয়েছে ফাইনালে। শুরুতে ব্যাট করতে নেমে স্রেফ ২৪০ রানে অলআউট হয় পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ব্যাট করা ভারত। ওই রান সাত ওভার হাতে রেখে টপকে যায় অজিরা। ম্যাচশেষে রোহিত শর্মা দাবি করেছেন, আর ২০-৩০ রানই যথেষ্ট হতো তাদের জন্য।

তিনি বলেন, ‘ফলাফলটা আমাদের পক্ষে যায়নি আর আমরা জানি আজ আমরা যথেষ্ট ভালো ছিলাম না। কিন্তু দলকে নিয়ে গর্বিত। এমন হওয়ার কথা ছিল না। সত্যি বলতে, আর ২০-৩০ রান হলেই ভালো কিছু হতো। যখন কোহলি ও রাহুল ব্যাট করছিল, তখন আমরা ২৭০-৮০ এর দিকে তাকিয়ে ছিলাম। এরপর আমরা কেবল উইকেটই হারিয়েছি। ’

৪৭ রানে অস্ট্রেলিয়ারও তিন উইকেট তুলে নিয়েছিল ভারত। কিন্তু এরপরই দুর্দান্ত এক জুটি গড়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন ট্রাভিস হেড মার্নাস লাবুশেন। তাদের ২১৫ বলে ১৯২ রানের জুটি যখন ভাঙে, তখন অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার কেবল দুই রান। ম্যাচের পর হেড ও লাবুশেনকে কৃতিত্ব দিয়েছেন রোহিতও।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া তিন উইকেট হারানোর পর বড় জুটি গড়েছে। ২৪০ রান নিয়ে আমরা দ্রুত উইকেট চেয়েছিলাম, কিন্তু হেড ও মার্নাসের কৃতিত্ব তারা ম্যাচটা এতটুকু এনেছে। তারা আমাদের ম্যাচ থেকে একদমই ছিটকে দিয়েছে। ’

‘আমার মনে হয় উইকেট আলোর নিচে আরও ভালো হয়েছে। আসলে আমরা জানতাম আলোর নিচে ভালো হবে কিন্তু এটাকে আমরা কোনো অযুহাত দিতে চাই না। আমরা যথেষ্ট ভালো ব্যাট করিনি। হেড ও লাবুশেনের কৃতিত্ব যারা মাঝখানে জুটিটা গড়েছে। ’ 

বাংলাদেশ সময় : ২০৫৯ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।