ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরলেন লিটনও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
দেশে ফিরলেন লিটনও

বিশ্বকাপের শেষদিকে এসে ক্রিকেটাররা দেশে আসা-যাওয়ার ভেতর আছেন। আঙুলের চোটে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া সাকিব আল হাসান দেশে ফিরে আসছেন পুনর্বাসন প্রক্রিয়ার জন্য।

তার সঙ্গে ফিরছেন লিটন দাসও।

তিনি অবশ্য আবার ফিরবেন ভারতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে ১১ নভেম্বর পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ তারিখ দলের সঙ্গে যোগ দেবেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেও পারিবারিক কারণে দেশে ফিরেছিলেন তিনি।  

পরে গিয়ে ম্যাচ খেলেন। লিটন খুব বেশি ভালো না করতে পারলেও বিশ্বকাপের অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপে প্রথমবারের মতো হারায় শ্রীলঙ্কাকে।  

তবে ওই ম্যাচে পাওয়া আঙুলের চোটে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। তার বদলি হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন এনামুল হক বিজয়। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে দেশে ফিরে ছোটবেলার কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে কাজ করেছিলেন সাকিব। এ নিয়ে তখন বেশ আলোচনা তৈরি হয়েছিল।

বাংলাদেশ সময় : ১৯০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।