ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শরিফুলের বলে মুশফিকের উড়ন্ত ক্যাচ, বিদায় কুশলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
শরিফুলের বলে মুশফিকের উড়ন্ত ক্যাচ, বিদায় কুশলের

বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে জয় পেয়েছে কেবল একটিতে। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ আজ নেমেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

ম্যাচের শুরুটা অবশ্য ভালোই পেয়েছে তারা। প্রথম ওভারেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে বিদায় করলেন শরিফুল ইসলাম।

প্রথম ওভারের শেষ বলে শরীফুল ইসলামের অফ স্টাম্পের বেশ বাইরের বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি কুশল। কানায় লেগে ক্যাচ উঠেছিল স্লিপের দিকে। একমাত্র স্লিপে ছিলেন নাজমুল হোসেন। কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। লঙ্কান ওপেনার বিদায় নেন ৪ রান করে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৮ রান।  

এর আগে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস হেরে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। তাদের একাদশে পরিবর্তন এসেছে একটি। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে লঙ্কান একাদশে বদল এসেছে দুটি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।