ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আশা করি, আমার রেকর্ড ভেঙে দেবে’— কোহলিকে বললেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
‘আশা করি, আমার রেকর্ড ভেঙে দেবে’— কোহলিকে বললেন শচীন

এতোদিন ওয়ানডে ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। তবে সেই রেকর্ডে ভাগ বসালেন বিরাট কোহলি।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি তুলে নেন। ছুঁয়ে ফেলেন শচীনকে। কোহলির সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত কিংবদন্তি এই ব্যাটার। আশা করছেন, দ্রুতই তার রেকর্ডটি ভেঙে যাবে।

কোহলির জন্য আজকের দিনটি আগে থেকেই বিশেষ। এদিনই পৃথিবীতে আগমন হয়েছিল তার। কি দুর্দান্তভাবেই না ৩৫তম জন্মদিনটি রাঙালেন তিনি। তাকে অভিনন্দন জানিয়ে শচীন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘দারুণ খেলেছ বিরাট। চলতি বছরের শুরুতে ৪৯ থেকে ৫০ হতে আমার ৩৬৫ দিন লেগেছিল। আমি আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে তুমি ৪৯ থেকে ৫০-এ পৌঁছে যাবে এবং আমার রেকর্ড ভেঙে দেবে। অভিনন্দন। ’

৪৯তম সেঞ্চুরি স্পর্শ করতে শচীন খেলেছিলেন ৪৫১ ইনিংস। বিপরীতে কোহলি সেই কীর্তি গড়েন ২৭৭ ইনিংস খেলেই। ওয়ানডেতে সেঞ্চুরির অর্ধশতক করা প্রথম ব্যাটার যে তিনিই, তা নিয়ে কারোরই সন্দেহের অবকাশ নেই!

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।