ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

দুই দলই আছে বেশ ফুরফুরে মেজাজে। আছে সেমিফাইনাল খেলার সম্ভাবনা।

সেই লক্ষ্যে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান।

পুনেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। একাদশে পরিবর্তন এনেছে একটি। আগের ম্যাচে পাকিস্তান বধের নায়ক নুর আহমেদকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে ফজলহক ফারুকিকে। অন্যদিকে দুটি বদল এনেছে শ্রীলঙ্কা। লাহিরু কুমারা ও কুশল পেরেরার জায়গায় খেলছেন দুশমন্থ চামিরা ও দিমুথ করুনারত্নে।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশ থিকশানা, কসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।