ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব ‘চ্যাম্পিয়ন’ ক্রিকেটার, ভারতীয় কোচের প্রশংসা তাসকিনের জন্যও

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
সাকিব ‘চ্যাম্পিয়ন’ ক্রিকেটার, ভারতীয় কোচের প্রশংসা তাসকিনের জন্যও

ভারতের পুনে থেকে: সাকিব আল হাসানের ভীষণ তোড়জোড়। শুরুতে দলের সঙ্গে ফুটভলি খেলেছেন।

পরে করেছেন ব্যাটিং। কিন্তু তার যে ধরনের চোট, তাতে গুরুত্বপূর্ণ রানিং বিটুইন দ্য উইকেট। সেটি কেমন করেন দেখতে সাকিবের সঙ্গী ছিলেন ফিজিও বায়েজীদুল ইসলাম।  

সাকিব দুই চক্কর দিয়ে এসেই কথা বলছিলেন তার সঙ্গে। ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে যে তার চাওয়াটা খুব বেশি, সেটি স্পষ্ট হয়েছে কথায়-কাজেও। পরিসংখ্যানও বলছে, সাকিবকে ভারতের বিপক্ষে বাংলাদেশের দরকার খুব বেশি করে।  

এখন অবধি দলটির বিপক্ষে ২২ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে ৩৭.৫৫ গড়ে ৭৫১ রান আর বল হাতে তার আছে ২৯ উইকেট। ম্যাচের আগের দিন এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকেই এলো প্রশ্নটি, সাকিবের বিপক্ষে ভারতের ব্যাটাররা ভোগেন বেশ। তার বিরুদ্ধে কি আলাদা পরিকল্পনা আছে? 

জবাবে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, ‘দেখুন, যখন আপনি ব্যাটার হিসেবে খেলবেন; কখনো বা কোথাও আপনাকে কারো বিপক্ষে খেলতেই হবে। যদি আপনি ম্যাচ-আপের দিকে তাকান, কিছু ম্যাচ-আপ আপনাকে বলবো সে এটার বা ওই খেলোয়াড় বা বিশেষত বোলারের বিপক্ষে দুর্বল। কিন্তু আমার মনে হয় না এমন কোনো আলাপ আমাদের ভেতর হয়েছে। ’ 

‘আমরা জানি সাকিব ভালো খেলোয়াড়, দলের জন্য কার্যকর। ব্যাটিং করে, বোলিং ভালো করে, পাওয়ার প্লেতেও বোলিংয়ে আসে; সে কোয়ালেটি বোলার আর আমার মনে হয় ওই কৃতিত্বটা আপনার তাকে দিতে হবে। কিন্তু আমাদের জন্য এতে আসলে কিছু যায় আসে না। আমাদের জন্য আসল ব্যাপার হচ্ছে নির্দিষ্ট দিনে আমাদের প্রস্তুতি, গেম প্ল্যানের ঠিকঠাক প্রয়োগ। ’

বাংলাদেশ দলের পেসারদের সাম্প্রতিক সময়ে উন্নতি চোখে পড়ার মতো বেশ। ভারতের বিপক্ষে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও আছে তার। এখন অবধি দলটির বিপক্ষে ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন তাসকিন। সবমিলিয়ে গত এক বছরে ১৫ ম্যাচে ২৫ উইকেট নেন তিনি। তাকে নিয়ে প্রশংসা ছিল ভারতীয় বোলিং কোচের কণ্ঠেও।

তিনি বলেন, ‘সত্যি বলতে গত কয়েক বছরে তাসকিন ভালো কিছু করে দেখিয়েছে। আমার মনে হয় সে দুনিয়ার অন্যতম ভালো পেস বোলার। আলাদা ভেন্যু, উইকেটে তাসকিন ভালো খেলেছে। বাংলাদেশে পেসারদের সাহায্য করবে এমন উইকেট খুব বেশি নেই, ওখানেও সে ভালো করেছে। তাসকিন খুব ভালো বোলার। ’ 

‘কিন্তু বাকিরা, আমার মনে হয় যখন আপনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন; আপনার দেশকে প্রতিনিধিত্ব করার মতো ভালো হতে হবে। এদিক থেকে বাকিরাও যথেষ্ট ভালো। স্পিনাররাও, দুই মেহেদী ভালো করেছে। বাংলাদেশের ভালো স্কোয়াড আছে, বোলারও। ’

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।