ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

২০২৩ বিশ্বকাপের ১৩তম ম্যাচে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান।

বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া একাদশের প্রতি আস্থা রেখেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচের একাদশ নিয়ে নামেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে একটি পরিবর্তন এসেছে আফগানিস্তান দলে। টুর্নামেন্টের প্রথম জয়ের খোঁজে আজ নাজিবউল্লাহ জাদরানের পরিবর্তে খেলাচ্ছে ইকরাম আলী খিলকে।

দুই দলের একাদশ-
ইংল্যান্ড : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিচ টপলি।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল হক ও ফজলহক ফারুকি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।