ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মাহমুদউল্লাহ

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। তাই বেশ ফুরফুরে মেজাজেই আছে টাইগাররা।

সেই আত্মবিশ্বাস নিয়ে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল।

ধর্মশালা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচ থেকে একাদশে পরিবর্তন আনা হয়েছে একটি।  মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্পিনার মাহেদী হাসান।

বাংলাদেশের মতো বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত হয়নি ইংল্যান্ডের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। সহ অধিনায়ক মঈন আলীর জায়গায় খেলবেন পেসার রিস টপলি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।