ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোহলিদের চাপ সামলানোর উপায় বলে দিলেন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
কোহলিদের চাপ সামলানোর উপায় বলে দিলেন টেন্ডুলকার

ঘরের মাঠে আরও একটি বিশ্বকাপ। ২০১১ বিশ্বকাপ নিজেদের মাঠে আয়োজন করার পাশাপাশি চ্যাম্পিয়ন হয়ে শতকোটি সমর্থককে আনন্দে ভাসিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

এবারও কি একই পুনরাবৃত্তি করতে পারবে তারা?

প্রত্যাশার এমন চাপ নিয়েই আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রোহিত শর্মার দল। তবে এর আগে চাপ সামলানোর উপায় বলে দিলেন শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের বৈশ্বিক দূত হিসেবে আজ উদ্বোধনী ম্যাচের সময় ধারাভাষ্য দেন কিংবদন্তি এই ব্যাটার। সেখানেই কোহলি-রোহিতদের পরামর্শ দিলেন তিনি।

টেন্ডুলকার বলেন, 'প্রত্যাশার চাপ থাকবেই। আমি মনে করি, এই সময়ে ইয়ারপড আপনার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠে। যেখানে ভালো মানের গানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারবেন আপনি। '

'শুধুমাত্র সঠিক মানসিকতা থাকাটা জরুরি। আমার মনে আছে, ২০১১ সালে টুর্নামেন্টের প্রস্তুতির সময় এনিয়ে আলোচনা করেছিলাম আমরা এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শত কোতি মানুষ আমাদের পাশে আছে, আমাদের মাথার ওপরে নয়। '

২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ছয়টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে টেন্ডুলকারের। বিশ্বমঞ্চে নিজের প্রিয় স্মৃতি সম্পর্কে তিনি বলেন, '২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমার প্রিয়। আমার দেখা,  সম্ভবত এটাই সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। বছরখানেক আগে আমার বন্ধুরা বলতে শুরু করলো, বিশ্বকাপে যাই ঘটুক না কেন, তা ব্যাপার না, তবে এই ম্যাচ আমাদের জিততেই হবে। আমার মনে আছে দুই দলের সমর্থকরাই উৎসাহ জুগিয়ে যাচ্ছিল। এটা অবাস্তব এক মুহূর্ত ছিল এবং বিশেষ অনুভূতিও। '

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।