ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ফেসবুক দেখার মতো সময় আমাদের হাতে নেই: লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
ফেসবুক দেখার মতো সময় আমাদের হাতে নেই: লিটন

বাংলাদেশের ক্রিকেট ঘিরে নিয়মিতই ব্যস্ত থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। ভালো খেললে প্রশংসার স্তুতি যেমন থাকে, খারাপ করলে থাকে সমালোচনার ঝড়ও।

প্রায়ই আলোচনায় আসে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন বা তাদের পারফরম্যান্স।  

সর্বশেষ উদাহরণ হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন তিনি। ওই ম্যাচে দুই উইকেট নিয়ে আসেন প্রাদপ্রদীপের আলোতেও। তবে তাকে নিয়ে বেশি সমালোচনা তৈরি হয় পুরোনো ফেসবুক পোস্ট ঘিরে।  

বছর খানেক আগের সেসব পোস্টে ‘নারী বিদ্বেষ’, ভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে বিরুপ মনোভাবসহ নানা অভিযোগ উঠে। এ নিয়ে বিসিবি তাকে সতর্ক করে। তাদের কাছে ক্ষমাও প্রার্থনা করেন তানজিম। এ নিয়ে দেশের ক্রিকেট সরব ছিল বেশ কিছুদিন।  

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার থেকে তিন ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মাঠের বাইরের আলোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে বুধবার সংবাদ সম্মেলনে লিটন এক কথায় বলেন, ‘দেখি না। ’

এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তখন সংবাদ সম্মেলনে ‘২৫ গড় খারাপ নয়’ এমন মন্তব্য করেন তিনি। সেটি নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। সেসব কি ক্রিকেটারদের জীবনে কোনো প্রভাব রাখে?

লিটন বলেন, ‘আমি বললাম উনার প্রশ্নে। এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে। ’

বাংলাদেশ সময় : ১৩৩৯ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।