ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

এলপিএলে সাকিবের দলে মিঠুন, দল পাননি লিটন-তামিমরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এলপিএলে সাকিবের দলে মিঠুন, দল পাননি লিটন-তামিমরা

বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ২০২৩ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন মোহাম্মদ মিঠুন। এর আগে সরাসরি চুক্তিতে গল টাইটান্সে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।

একই দলে খেলবেন মিঠুনও। তবে এই দুজন ছাড়া বাংলাদেশের আর কেউই দল পাননি।

আজ এলপিএলের নিলামে ২০ হাজার মার্কিন ডলারে মিঠুনকে দলে ভিড়িয়েছে গল। এই ডানহাতি উইকেটকিপার-ব্যাটারের ভিত্তিমূল্যও ছিল একই পরিমাণ।  

আইপিএলের মতো এবারই প্রথমবার নিলাম পদ্ধতি চালু হয়েছে। সেই নিলামের ড্রাফটে মিঠুন ছাড়াও নাম ছিল বাংলাদেশের তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও এনামুল হক বিজয়ের। কিন্তু তাদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে তামিম ও মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার করে। ডানহাতি পেসার তাসকিনের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। লিটন ও মিরাজের ৩০ হাজার এবং সোহান ও নাসুমের ভিত্তিমূল্য ছিল সমান ২০ হাজার ডলার করে। এনামুল হক বিজয়ের ভিত্তিমূল্য ছিল তাদের অর্ধেক অর্থাৎ ১০ হাজার ডলার।  

আগামী ৩১ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে ২২ আগস্ট। তবে ইনজুরি ও জাতীয় দলের খেলা থাকায় পুরো আসর খেলা হবে না সাকিবের। বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। এর মধ্যে টেস্ট ম্যাচের দল থেকে আগেই ছিটকে গেছেন তিনি। কবে সুস্থ হয়ে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার তা-ও নিশ্চিত নয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।