ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলিকে ছাড়িয়ে যেতে পারে বাবর, বলছেন ইমরান খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
কোহলিকে ছাড়িয়ে যেতে পারে বাবর, বলছেন ইমরান খান

বিরাট কোহলির অনেকটা পরেই আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে বাবর আজমের। কিন্তু সাম্প্রতিক সময়ে এই দুজনের তুলনা হয় বেশ।

কারণ দুজনই নিজ নিজ দেশের সেরা ব্যাটার। এবার সেই তুলনায় গা ভাসালেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তার মতে, কোহলিকে ছাড়িয়ে যেতে পারেন বাবর।

রাজনৈতিক ব্যস্ততায় এখন ক্রিকেট খুব একটা দেখা হয় না ইমরানের। মাসখানেক আগে গ্রেপ্তারও হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তবে ব্যস্ততার ফাঁকে জিইও টিভির এক সাংবাদিকের সঙ্গে ক্রিকেট নিয়ে আলাপ করেন তিনি। সেখানেই উঠে আসে বাবর-কোহলি প্রসঙ্গ।

ইমরান বলেন, ‘আমি সম্প্রতি তাকে (বাবর) খুব একটা দেখিনি। তবে আমার মনে হয় সে (বাবর) একই ঘরানার ব্যাটার। তার ক্লাস আমার খুব পছন্দ। সে কোহলিকে ছাড়িয়ে যেতে পারে বলে আমার মনে হয়। ’

‘এক বছর আমি ক্রিকেট দেখিনি। ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে টি-টোয়েন্টি ক্রিকেট আমি খুব একটা উপভোগ করি না। টেস্ট ক্রিকেট ভালো লাগে। যেখানে অস্ট্রেলিয়া ভালো করছে। মোবাইলে দেখেছি তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছে। ’

২০১৯ সালে টি-টোয়েন্টি দিয়ে নেতৃত্বের পথচলা শুরু হয় বাবরের। এখন তিনি তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক। ইমরান জানান, তার সুপারিশে অধিনায়ক করা হয় বাবরকে। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ছিলেন এহসান মানি।

এদিকে, তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫১ ম্যাচ খেলে ৪৯.৮৭ গড়ে ১২ হাজার ২৭০ রান করেছেন বাবর। অন্যদিকে ৪৯৮ ম্যাচে ৫৩.৪৪ গড়ে ২৫ হাজার ৩৮৫ রান এসেছে কোহলির ব্যাট থেকে। ক্যারিয়ারের সময়কাল বিবেচনা করলে হয়তো বাবরের আগেই অবসর নেবেন কোহলি। তবে বাবর তাকে ছাড়িয়ে যেতে পারবেন কি না তা সময়ই বলে দেব।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।