ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বাকি রেকর্ডও লিটন ভাঙবে, বলছেন আশরাফুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
বাকি রেকর্ডও লিটন ভাঙবে, বলছেন আশরাফুল

১৬ বছর আগে রেকর্ড গড়েছিলেন। সেটি ভেঙে গেছে একদিন আগে।

মোহাম্মদ আশরাফুলের অবশ্য আফসোস নেই এ নিয়ে। ২০০৭ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।  

সেই রেকর্ড ভেঙে বুধবার লিটন দাস আয়ারল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছেন ১৮ বলে। শুধু তা-ই নয়, টেস্টে ভারতের বিপক্ষে ২৬ বলে আর ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে হাফ সেঞ্চুরির রেকর্ডও লিটন ভাঙবেন বলে বিশ্বাস আশরাফুলের।  

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুইটা রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। যেভাবে সে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি। রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখতে ভালোই লাগে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। এটা তখন বিশ্বরেকর্ড ছিল। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। ভালো লাগছে। ’

‘লিটনের ইনিংস নিয়ে তো বলার কিছু নেই। গত ২-৩ বছর ধরে অসাধারণ খেলছে। সব ফরম্যাটে ভালো করছে, বিশেষ করে টেস্টে যেভাবে পঞ্চাশেরও বেশি গড় নিয়ে খেলছে। এখন বাকি দুই ফরম্যাটে হাই স্ট্রাইক রেটে খেলছে। যেটা আমরা দেখতে চাই। লিটন যখন ভালো খেলে তার ব্যাটিং দেখতে মজা লাগে। ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আশা করব ধারাবাহিকতা থাকবে। ’

বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে আশরাফুল বলেছেন, ‘অসাধারণ খেলছে। বছর শুরুর আগেই সাকিব বলেছিল ২০২৩ সালে সব ফরম্যাটে ভালো ক্রিকেট খেলব। সেটার প্রমাণ আমরা দিচ্ছি। এই বছর চমৎকার ক্রিকেট খেলছে। ’ 

বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।