ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইএসপিএনক্রিকইনফো পুরস্কার-২০২২

সেরা টেস্ট বোলিং এবাদতের, ওয়ানডে ব্যাটিং মিরাজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
সেরা টেস্ট বোলিং এবাদতের, ওয়ানডে ব্যাটিং মিরাজের

২০২২ সালে বাংলাদেশের শুরুটা হয়েছিল অনন্য এক ইতিহাস গড়ে। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্ট হারের স্বাদ দেয় টাইগাররা।

মাউন্ট মঙ্গানুইয়ে সেই ঐতিহাসিক জয়ের নায়ক এবাদত হোসেন। দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৪৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। সেটাকে বর্ষসেরা টেস্ট বোলিং পারফরম্যান্স হিসেবে নির্বাচিত করেছে ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।

শুধু এবাদত নন, পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজও। তার অলরাউন্ড পারফরম্যান্সে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে অনবদ্য ব্যাটিং করে সবাইকে চমকে দেন মিরাজ।  চাপের মুখে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্বাদ পান এই অলরাউন্ডার। ৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় তার ১০০ রানের ইনিংসটি জিতেছেন সেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার।

এবারের পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন ডেল স্টেইন, ড্যানিয়েল ভেট্টরি, ইয়ান বিশপ, টম মুডি, লিজা স্তালেকার, ওয়াসিম জাফর, পিটার বোরেন, ফারভিজ মাহরুফ, উরুজ মুমতাজ, নায়াল ও’ব্রায়েন, মার্ক নিকোলাসের মতো সাবেক ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন ইএসপিএনক্রিকইনফোর জেষ্ঠ্য সম্পাদক ও লেখকরা। তারা সবাই মিলে বাছাই করেছেন তিন ফরম্যাটের সেরা পারফরম্যান্সগুলো।

একনজরে ইএসপিএনক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার:
পুরুষ

সেরা টেস্ট ব্যাটিং: জনি বেয়ারস্টো ১৩৬*, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সেরা টেস্ট বোলিং: এবাদত হোসেন ৬/৪৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সেরা ওয়ানডে ব্যাটিং: মেহেদী হাসান মিরাজ ১০০*, প্রতিপক্ষ ভারত।
সেরা ওয়ানডে বোলিং: জাসপ্রিত বুমরাহ ৬/১৯, প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেরা টি-টোয়েন্টি (আন্তর্জাতিক) ব্যাটিং: সূর্যকুমার যাদভ ১১১*, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সেরা টি-টোয়েন্টি (আন্তর্জাতিক) বোলিং: স্যাম কারান ৩/১২, প্রতিপক্ষ পাকিস্তান।
সহযোগী দেশগুলোর মধ্যে সেরা ব্যাটিং: জর্জ মানসি ৬৬*, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
সহযোগী দেশগুলোর মধ্যে সেরা বোলিং: ব্রেন্ডন গ্লোভার ৩/৯, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
সেরা টি-টোয়েন্টি (লিগ) ব্যাটিং: রজত পাটিদার ১১২*, প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস।
সেরা টি-টোয়েন্টি (লিগ) বোলিং: উমরান মালিক ৫/২৫, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার: হ্যারি ব্রুক।
বর্ষসেরা অধিনায়ক: বেন স্টোকস।

নারী

সেরা ওয়ানডে ব্যাটিং: অ্যালিসা হিলি ১৭০, প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেরা ওয়ানডে বোলিং: সোফি একলেস্টন ৬/৩৬, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
সেরা টি-টোয়েন্টি ব্যাটিং: স্মৃতি মান্ধানা ৬১, প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেরা টি-টোয়েন্টি বোলিং: রেনুকা সিং ৪/১৮, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

 

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।