ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতে সিরিজ খেলবে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
ভারতে সিরিজ খেলবে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল

ভারতের গুজরাট রাজ্যের সুরাত জেলার লালভাই কনট্রাকটর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘মেনস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপ হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্টে’ অংশ নিতে মঙ্গলবার ভারত যাচ্ছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। আজ (৪ মার্চ) সকালে উত্তরার দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান, বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মো. মহসিন।

তিনি জানান, মার্চ মাসের ৮ তারিখ থেকে শুরু হয়ে ১২ মার্চ তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ভারতেরর বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে যাত্রা শুরু হবে বাংলাদেশের। আগামী ৭ মার্চ, ২০২৩ বাংলাদেশ দল ভারতের উদ্দ্যেশে দেশ ছাড়বে। দেশে ফিরবে আগামী ১৩ মার্চ, ২০২৩ ।  

মেনস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপ প্রস্তুতি নিতে ৪ দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। এ আসরে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পৃষ্ঠপোষকতায় গ্রামীণফোন, ব্রাক, টিম, ওরিয়ান, বিজিএমইএ বিডিক্রিকটাইম.সময় টিভি ইনফো পাওয়ারও সিম গুপ।

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট স্কোয়াড: মো. মহসিন (অধিনায়ক), রিপন উদ্দিন (সহ-অধিনায়ক), রনি গায়েন, মো. লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খোরশেদ আলম,  মো. রাজন ,উজ্জ্বল বৈরাগী, মো. মহিদুল ইসলাম, মো. মোরশেদ আলম, রবিন গায়েন, রনি গায়েন, ও স্বপন দেওয়ান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।