ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের সঙ্গে জয়ের জন্য খেলেছেন, দাবি তামিমের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
সাকিবের সঙ্গে জয়ের জন্য খেলেছেন, দাবি তামিমের ছবি : শোয়েব মিথুন

সামনে ৩২৭ রানের বিশাল লক্ষ্য। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৯ রানেই হারিয়ে ফেললো তিন উইকেট।

এরপর স্বাগতিকদের ইনিংস মেরামতের চেষ্টা করেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের দুজনের জুটিতে রানও এসেছে। তবে বাংলাদেশ ছিটকে গেছে ম্যাচ থেকে।  

১১১ বলে ৭৯ রান আসে সাকিব ও তামিমের জুটিতে। ৩২৭ রান তাড়া করতে নেমে স্বাভাবিকভাবেই যেটি যথেষ্ট হয়নি। ৬৫ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরত গেছেন তামিম। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১৩২ রানের বড় ব্যবধানে। ম্যাচশেষে এসে অধিনায়ক তামিম দাবি করছেন, সাকিবের সঙ্গে তার জুটিতে ছিল জয়ের লক্ষ্য।  

তামিম বলেছেন, ‘আজ থেকে যদি ধরেন ১০-১২ বা ১৫ বছর আগে যদি আমরা এই পরিস্থিতিতে থাকতাম, আমরা একটা সম্মানজনক সংগ্রহের কথা চিন্তা করতাম হয়তো যখন তিন-চারটা উইকেট পড়ে গেছে। এখন যখন আমি আর সাকিব ব্যাট করছিলাম আমরা সবসময় জেতার জন্যই চিন্তা করে যাচ্ছিলাম। আপনার মাঝেমধ্যে রিবিল্ড করতে হবে। ’

‘যখন তিনটা উইকেট পড়ে যাবে, একটু সময় নিতে হবে। এ কারণেই কিন্তু আমার বা ওর এই শটটা খেলা। আমরা চাচ্ছিলাম যতটুকু আগাতে পারি। আগেই যদি তিন উইকেট পড়ার পর হার মেনে যেতাম, তাহলে খেলাটা অন্যরকম হতো। আস্তে আস্তে খেলতেছে সবাই। আমার মনে হয় না ওই স্টেজে আছে আমরা। ’

ইংল্যান্ড আরও বড় রানের লক্ষ্য দিলেও তাড়া করার চেষ্টা করতেন জানিয়ে তামিম বলেছেন, ‘ওরা যদি ৪০০ রানও করতো, আমরা চেষ্টা করতাম, পারি বা না পারি সেটা অন্য ব্যাপার। কিন্তু চেষ্টা করতাম। আমার কাছে মনে হয় আমি ও সাকিব যতক্ষণ ছিলাম চেষ্টা করেছি, কিন্তু যেটা বললাম ৩০-৩৫-৫০ এই লক্ষ্য তাড়ার জন্য যথেষ্ট না। ’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে গিয়েছে বাংলাদেশ। সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারতে হলো। ২০১৬ সালেও এই ইংল্যান্ডের বিপক্ষেই হারে তামিম ইকবালরা। বিশ্বকাপের বছরে এই হার কি অনেককিছুতে উন্নতির বার্তাও দিলো?

তামিম বলেছেন, ‘কাজ করার তো সবসময়ই থাকবে। আপনি যখন দেখেন কোন পরিস্থিতি থেকে ওরা কোন পরিস্থিতিতে চলে গেছে। একটা সময় মনে হচ্ছিল হয়তো ২৫০-৬০ এর মধ্যে রাখা যাবে। একটা পর্যায়ে মনে হচ্ছিল ৩৭০ও হতে পারে। এটা আমরা খুব ভালো করে জানি যেখানে স্পিনারদের খুব বেশি সাহায্য থাকবে না...আপনার পেসারদের ওপর নির্ভর করতে হবে। মাঝেমধ্যে ডিফেন্সিভ স্কিলেও। এসব নিয়ে তো অবশ্যই কাজ করতে হবে যখন চিন্তা করবেন বিশ্বকাপে একটা পর্যায়ে যেতে চান সেমিফাইনাল খেলতে চান, ফাইনাল খেলতে চান। ’

‘আমাদের জন্য ওয়ানডেতে ৭ বছর পর সিরিজ হারলাম, এটাও আমাদের উন্নতি দেখাচ্ছে। এ ধরনের রেকর্ড ধরে রাখা সহজ না। এটা দুভার্গ্যজনক আমরা হেরে গেছি। আগেরবারও বোধ হয় একই দলের কাছে হেরেছিলাম। ’

বাংলাদেশ সময় : ২০৪১ ঘণ্টা, ৩ মার্চ, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।