ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ সামনে রেখে ‘মন দিয়ে’ খেলবেন বিজয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
বিশ্বকাপ সামনে রেখে ‘মন দিয়ে’ খেলবেন বিজয়

বছরের শেষদিকে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে ঘিরে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে দলগুলো।

ক্রিকেটাররাও তৈরি হচ্ছেন নিজেদের মতো করে। বাংলাদেশে ওয়ানডে সংস্করণে সবচেয়ে বড় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

চলতি মাসেই শুরু হচ্ছে মর্যাদার এই আসর। গতবার ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে ১৩ ম্যাচে ১১৩৮ রান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন এনামুল হক বিজয়। এবার তিনি খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে। দলটিতে যোগ দিয়ে বিজয় বলছেন, মন দিয়েই খেলতে চান ওয়ানডে সংস্করণ।

তিনি বলেছেন, ‘সামনে তো আমাদের বিশ্বকাপ আছে। বিশ্বকাপের কথা চিন্তা করে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে যে ওয়ানডে সংস্করণের খেলা আছে সেগুলোতে চেষ্টা করা, মন দিয়ে খেলা। কারণ অবশ্যই বিশ্বকাপ আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। ’

‘সেটা আমার মাথায় আছে চেষ্টা করবো বিশ্বকাপে যেন ভালো ফলাফল করতে পারি আমরা সবাই। দারুণ হবে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। আবাহনীর হয়ে যদি ভালো পারফরম্যান্স করতে থাকি ধারাবাহিকভাবে আশা করি এটা জাতীয় দলে কাজে লাগবে। ’

আবাহনীতে যোগ দেওয়া নিয়ে বিজয় বলেন, ‘ক্লাব ক্রিকেটে আবাহনী তো সবসময় দারুণ নাম, যেটার ঐতিহ্য আছে অনেকদিন ধরে এবং এরকম দলে খেলতে পারাটা আনন্দের, রোমাঞ্চকর, চ্যালেঞ্জিংও বটে। আশা করছি যে দারুণ একটা টুর্নামেন্ট যাবে। ’ 

‘আমাদের খেলোয়াড়দের মাঝে প্রত্যাশার চাপ থাকেই এবং এটাই হয়ে আসছে। যারা উপরে ব্যাটিং করে, ভালো দলে খেলে, চ্যাম্পিয়ন দল করে, তাদের সবসময় চ্যাম্পিয়ন রেসে থাকতেই হয় এবং ওইটা চিন্তা করেই তারা দল গড়ে। যারা খেলে ওই দলে তাদেরও ওই চিন্তা থাকে। আমি মনে করি আমারও চিন্তা আলাদা না। চেষ্টা করবো তাদের ওই চিন্তার সঙ্গে মিলে দারুণ পারফর্ম করা। ’

বাংলাদেশ সময় : ১৮২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।