ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

ভালো শুরুর পর ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
ভালো শুরুর পর ফিরলেন লিটন

ইংল্যান্ডের বিপক্ষে আজ (১ মার্চ ) প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। শুরুটা ভালোই করেছিল দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস।

তবে ৪.৫ ওভারে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন।

 পঞ্চম ওভারে, দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগের বলেই ক্রিস ওকসকে পুল করে স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে ফেলেন লিটন দাস। দারুণ কিছুর আভাস দেওয়া ওপেনারকে পরের বলেই ফিরিয়ে দেন ইংলিশ পেসার।

ওকসের লেংথ বলটি ডিফেন্স করতে চেয়েছিলেন লিটন। কিন্তু ব্যাটে খেলতে পারেননি তিনি। হালকা সুইং করে বল আঘাত হাতে তার পেছনের পায়ে। ইংল্যান্ডের আবেদনে সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার।

রিভিউ নিয়েও বাঁচতে পারেননি লিটন। ১ ছক্কায় ১৫ বলে ৭ রান করে ফেরেন তিনি। ভাঙে ৩৩ রানের উদ্বোধনী জুটি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার শেষে এক উইকেটের বিনিময়ে ৩৮ রান।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।