ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দুঃসময়ে মায়ের পাশে থাকতে তৃতীয় টেস্টে খেলবেন না কামিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
দুঃসময়ে মায়ের পাশে থাকতে তৃতীয় টেস্টে খেলবেন না কামিন্স

বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই হুট করে দেশে ফিরে যান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। যার পেছনে পারিবারিক কারণ হিসেবে এক বিবৃতিতে উল্লেখ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে তৃতীয় টেস্টের আগ দিয়েই ভারতে ফেরার কথা ছিল ডানহাতি এই পেসারের। কিন্তু না, সেই শঙ্কা সত্যিই হলো।  

সিরিজের তৃতীয় টেস্টে না খেলার কথা জানিয়ে দিয়েছেন অজি অধিনায়ক। এই মুহূর্তে খুবই গুরুতর অসুস্থ তার মা। অবস্থা ক্রমশই অবনতির দিকে এগোচ্ছে। তাই দুঃসময়ে ক্যান্সারজয়ী মায়ের পাশে থাকতে সিডনিতে নিজ বাড়িতে অবস্থান করাই শ্রেয় মনে করছেন কামিন্স।  

অজি অধিনায়ক বলেন, ‘আমার মা এখন প্যালেটিভ কেয়ারে রয়েছে। মায়ের অসুস্থতার কারণেই আমার পক্ষে এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এখন পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে যে সাহায্য আমি পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ। ’ ২০০৫ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কামিন্সের মা মারিয়া।   

কামিন্স না থাকায় তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। আগামী ১ মার্চ থেকে ইন্দোরে শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ জয়ের আশা এমনিতেই ফিকে হয়ে গেছে অস্ট্রেলিয়ার। বাকি দুই টেস্টে তাদের লড়াইটা এখন মান বাঁচানোর। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। শতভাগ ফিট ঘোষণা করা হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও। এছাড়া পিতৃত্বকালীন ছুটি শেষে লেগ স্পিনার মিচেল সোয়েপসন দলে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।