ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে শান্তর ৫০০

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে শান্তর ৫০০ ছবি: শোয়েব মিথুন

বিপিএলের ইতিহাসে এক আসরে ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন কেবল একজন ব্যাটার। কিন্তু তিনি বাংলাদেশি কেউ নন।

তবে এবারের আসরে সেই দুঃখ ঘোচালেন নাজমুল হোসেন শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে এক আসরে ৫০০ রানের মাইলফলক ছুঁলেন বাঁহাতি এই ওপেনার।

বিপিএলে এবার শুরু থেকেই হাসছে নাজমুল হোসেন শান্তর ব্যাট। সিলেট স্ট্রাইকার্সের ফাইনালে খেলার পেছনে অন্যতম কারণ তিনি।  আসরে ৫০০ রান স্পর্শ করার জন্য ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৮ রান দরকার ছিল তার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইনিংসের দশম ওভারে মুস্তাফিজুর রহমানের ওয়াইড লেংথের বলে চার মেরে সেই কীর্তি গড়েন শান্ত ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৭৯ রান। তৌহিদ হৃদয় ০ ও মাশরাফি বিন মর্তুজা আউট হন ১ রানে। শান্ত ৪৯ ও মুশফিক অপরাজিত আছেন ২২ রানে।  

ইনিংসটি খেলার পথে দুইবার জীবনও পান শান্ত। অষ্টম ওভারে তানভীর ইসলামের বলে ক্যাচ নেওয়ার সুযোগ পেয়েছিলেন শর্ট মিডউইকেটে থাকা ইমরুল কায়েস। কিন্তু শান্তর শটের জোর এতোটাই ছিল যে তা তালুবন্দী করতে ব্যর্থ হন কুমিল্লা অধিনায়ক।  

শান্তর আগে বাংলাদেশিদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রান ছিল মুশফিকুর রহিমের। ২০১৯-২০ আসরে খুলনা টাইগার্সের হয়ে ৪৯১ রান করেছিলেন তিনি। সবমিলিয়ে বিপিএলে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটি রাইলি রুশোর দখলে। ২০১৮-১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ৫৫৮ রান করেছিলেন এই প্রোটিয়া ব্যাটার। ২০১৯-২০ আসরে খুলনা টাইগার্সের হয়ে ৪৯৫ রান করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ 

এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।