ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল ট্রফি নিয়ে মেট্রোরেলে ইমরুল-মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
বিপিএল ট্রফি নিয়ে মেট্রোরেলে ইমরুল-মুশফিক

বিপিএল ছিল লম্বা এক টুর্নামেন্ট। আলোচনা-সমালোচনা ঘিরে ছিল পুরোটা সময়।

বৃহস্পতিবার পর্দা নামছে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টের। এদিন ফাইনালে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

ফাইনালের আগে ট্রফি হাতে দুই অধিনায়কের ছবি তোলার রেওয়াজ পুরোনো। এবারও ব্যতিক্রম হলো না। তবে ফটোসেশনে দেখা গেল এক অন্যরকম ভিন্নতা।

ট্রফি হাতে নিয়ে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেটের প্রতিনিধি মুশফিকুর রহিম ছবি তুলেছেন মেট্রোরেলে। ওই ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন ইমরুল।  

মেট্রোরেল প্রকল্প বাংলাদেশের বহুদিনের স্বপ্ন। গত বছর এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই বিপিএল ট্রফি হাতে দুই দলের ছবি তোলার ব্যবস্থা করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিলেট স্ট্রাইকার্স লিগ পর্বে সেরা হয়ে পা রাখে প্লে-অফে। প্রথম কোয়ালিফায়ারে তাদের হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে তারা উঠেছে ফাইনালে।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।