ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

হাথুরুকে ‘সৎ মানুষ’ বলছেন তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
হাথুরুকে ‘সৎ মানুষ’ বলছেন তাসকিন

বাংলাদেশের ক্রিকেট আবারও ফিরছে চন্ডিকা হাথুরুসিংহে যুগে। এই শ্রীলঙ্কান ফিরছেন জাতীয় দলের হেড কোচ হয়ে।

ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই বাংলাদেশে এসে দলের দায়িত্ব নেবেন তিনি। এর আগেই তিনি যোগযোগ করেছেন ক্রিকেটারদের সঙ্গে, জানিয়েছেন নিজের পরিকল্পনার কথাও।  

জাতীয় দলে পেস বোলিংয়ের নেতৃত্বে এখন আছেন তাসকিন আহমেদ। তিনি এবারের বিপিএলেও করেছেন দারুণ পারফরম্যান্স। বোলিং বিভাগের মূল ভরসাদের একজন তাসকিন বুধবার গিয়েছিলেন একটি ব্র্যান্ডের উদ্বোধনে। সেখানে তিনি সাংবাদিকদের জানিয়েছেন হাথুরুর সঙ্গে আলাপের কথা।  

তিনি বলেছেন, ‘আমি রোমাঞ্চিত যে হাথুরুসিংহে আবার কোচ আসছেন। তিনি যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে বোঝাপড়া ভালো হবে। আমাদের মাঝে ওই সময় যারা অনেক তরুণ ছিলাম ওরা আগের থেকে একটু ম্যাচিউরড খেলোয়াড়। দলের অবস্থান আরও ভালো। ’ 

হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না এই প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘উনার সঙ্গে সবারই কথা হয়েছে। উনি সবার সঙ্গেই যোগাযোগ করেছেন। পরিকল্পনা শেয়ার করেছেন, বোলারদের কী ভূমিকা, ব্যাটারদের কী ভূমিকা। এখানে এলে আবার মিটিং করবে। ’ 

গত কয়েক বছরে বাংলাদেশের পেসারদের উত্থান হয়েছে ভালোভাবেই। তিন ফরম্যাটেই দারুণ করছেন তারা। পাইপলাইনেও আছেন  গতির ঝলক দেখানো পেসাররা। হাথুরুসিংহে আসলে তাদের নিয়ে কি আলাদা করে কোনো কাজ হবে?

তাসকিন বলেছেন, ‘এখনও তো আসেননি। এলে মিটিং করলে বুঝতে পারবো। নিশ্চিতভাবেই তখনকার পেসারদের চেয়ে এখনকার পেসররা ধারাবাহিক বেশি। এটাও একটা ইতিবাচক দিক। আশা করছি পেসাররাও খেলবে ইনশাআল্লাহ। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।