ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘তৌহিদ হৃদয় সাহসী ও মেধাবী ছেলে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
‘তৌহিদ হৃদয় সাহসী ও মেধাবী ছেলে’

এবারের বিপিএলে যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন তৌহিদ হৃদয়। এই ব্যাটার ৯ ম্যাচে মাঠে নেমে পাঁচটিতেই হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি।

৫৩.২৮ গড় ও ১৪৯.২০ স্ট্রাইক রেটে ৩৭৩ রান করে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তৌহিদ।

সর্বশেষ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিয়মিতই খেলেছেন তিনি। ওই দলের কোচ মিজানুর রহমান বাবুল হৃদয়কে দেখেছেন কাছ থেকেই। এবারের বিপিএলে ফরচুন বরিশালের সহকারী কোচ বাবুল। হৃদয়ের মধ্যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, রোববার সাংবাদিকদের তিনি বলেছেন এমনটাই।

বাবুল বলেন, ‘আমরা যখনই স্কিল ক্যাম্প করি, ছেলেদের স্কিলে উন্নতি করানোর চেষ্টা করি। তো তৌহিদ হৃদয়কে আমি শেষ তিনটা ক্যাম্পে...ওয়েস্ট ইন্ডিজ, চেন্নাইতে গিয়েছিল, ওখানে খুব ভালো ক্রিকেট খেলেছিল। তৌহিদ হৃদয়ের একটা ইতিবাচক দিক হচ্ছে সে ইতিবাচক ক্রিকেট খেলতে পছন্দ করে। ’

‘সে খুব সাহসী এবং মেধাবী ছেলে। আমি বলবো অবশ্যই আমাদের ফিউচার প্লেয়ার। এই ধরনের কিছু প্লেয়ার আমাদের খুবই দরকার। পাশাপাশি জাকির হাসান। শান্ত তো অনেকদিন ধরেই জাতীয় দলে আছে। জাকির এবং তৌহিদ এই বিপিএলে আমাদের অনেক বড় পাওয়া। ’

এবারের বিপিএলে বেশ ভালো করছেন দেশি ক্রিকেটাররা। জাকির হাসান, তৌহিদ হৃদয়দের সঙ্গে নাজমুল হাসান শান্তরা ব্যাট হাতে ছন্দে আছেন। বল হাতেও তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজারা ভালো করছেন। বাবুল মনে করছেন, অন্য আসরগুলোর তুলনায় এবার ভালো করেছে দেশি ক্রিকেটাররা।

তিনি বলেছেন, ‘অন্যান্য বিপিএলের সঙ্গে এটার তুলনা করলে দেখবেন যে, আমাদের দেশের ক্রিকেটাররা ডমিনেট করছে। বিশেষত সিলেটের দলটা যদি খেয়াল করি, উপরের দিকে যে ব্যাটাররা আছে, রানের টেবিলে তারাই উপরে আছে। ওভাবে হতাশার কথা ব্যক্ত করে তো লাভ নেই...আমাদের ছেলেরা অবশ্যই ভালো করছে। স্পিনার আমি বলি যদি কুমিল্লা দলের তানভীর, ভালো বোলিং করছে। মেহেদি, ভালো খেলছে। অন্য বিপিএলের সঙ্গে যদি এবার তুলনা করে এখন পর্যন্ত বলছি, আমাদের ছেলের আউটস্ট্যান্ডিং খেলছে। ’

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।