ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের স্পিড মিটার নিয়ে সংশয় রুবেলের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
বিপিএলের স্পিড মিটার নিয়ে সংশয় রুবেলের

সিলেট থেকে : বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় এক ধাধা স্পিডমিটার। বেশির ভাগ পেসারের গতিই ছাড়িয়ে যাচ্ছে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

অবিশ্বাস্যভাবে কিছু পেসার ছুয়ে ফেলছেন দেড়শর মাইলফলকও। এ নিয়ে কিছুটা সন্দেহ, সংশয় তৈরি হয়েছিল এমনিতেই।

সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ ও এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা পেসার রুবেল হোসেন। একসময় গতির জন্য বেশ সুনাম ছিল তার। তাকে মনে করিয়ে দেওয়া হয় এবারের বিপিএলে তরুণদের গতির কথা। এ নিয়ে অবশ্য কিছুটা সংশয়ই শোনা গেল রুবেলের কণ্ঠে।

তিনি বলছিলেন, ‘এটা ভালো (গতিতে বল করা)। আমি জানি না আসলে এই মিটারটা পুরোপুরি ঠিক আছে কি না...তারপরও একটা নতুন পেস বোলার যখন দেখে, তার বলের স্পিড ১৪৫ কিলোমিটার। তার ভেতরে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। কীভাবে আরও স্পিড বাড়ানো যায়। নিজের ভেতর আত্মবিশ্বাস...আমার কাছে মনে হয় খুবই ভালো লাগা কাজ করে। ’

রুবেল এবার খেলছেন সিলেটের হয়ে। দলটিতে অধিনায়ক হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা। একাদশে জায়গা পেতে রুবেলকে লড়তে হচ্ছে তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজাদের সঙ্গে। খুলনা টাইগার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৭ রান খরচায় রুবেল নেন ৪ উইকেট। এরপর তার কাছে জানতে চাওয়া, কীভাবে দেখছেন তরুণদের উন্নতি?

তিনি বলছিলেন, ‘আমাদের দেশে অনেক তরুণ ক্রিকেটার আছে, তারা খুবই প্রমেজিং। আমার কাছে মনে হয় তারা খুবই প্রতিভাবান, দেখতেছি সবাই খুবই জোরে বল করে। এটা আমাদের দেশের জন্য খুবই ভালো। আমি বিশ্বাস করি তারা জাতীয় দলকে লম্বা সময় সার্ভিস দেবে। ’

রুবেল অবশ্য লড়তে চান নিজের সঙ্গেই, ‘চ্যালেঞ্জিং আসলে...এদের সঙ্গে আমার কোনো চ্যালেঞ্জ নাই। নিজের সঙ্গেই আমার চ্যালেঞ্জ, আমি জানি আল্লাহ আমাকে কতটুকু সক্ষমতা দিয়েছে। আমি যদি ফিট থাকি, তাহলে আমি মনে করি যেকোনো পর্যায়ে খেলতে পারবো। ’

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।