ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শরিফুলের চিকিৎসায় পাঁচ লাখ টাকা দেবে রংপুর রাইডার্স

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
শরিফুলের চিকিৎসায় পাঁচ লাখ টাকা দেবে রংপুর রাইডার্স

প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত পেসার শরিফুল ইসলামের জন্য সাহায্যের হাত বাড়াচ্ছে রংপুর রাইডার্স। গত চার মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন শরিফুল।

ইতোমধ্যেই বিসিবি ও কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে সাহায্য পেয়েছেন তিনি।  

এর আগে বেঁচে থাকতে চিকিৎসার জন্য অর্থ চেয়ে আকুতি জানান শরিফুল। এরপর তাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও তাঁর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন। এবার শরিফের চিকিৎসায় এগিয়ে এলো বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

রংপুর রাইডার্সের এক কর্মকর্তা বাংলানিউজকে সাহায্যের কথা নিশ্চিত করে বলেন, ‘এখন তো বিপিএল সিলেটে হচ্ছে। ঢাকায় ফেরার পর আমরা তাকে পাঁচ লাখ টাকা দেবো। এটি আমাদের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।