ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে মাশরাফির অনন্য ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
বিপিএলে মাশরাফির অনন্য ‘সেঞ্চুরি’ ছবি: শোয়েব মিথুন

বিপিএল নিজের শততম ম্যাচ। আর সেই ম্যাচের শুরুটাই মাশরাফি বিন মর্তুজা করলেন উইকেট উদযাপনের মধ্য দিয়ে।

সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের ফুল লেংথের ডেলিভারিটি স্লাইস করতে গিয়ে জাকির হাসানের হাতে ক্যাচ দেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার উসমান খান। ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ দেখেন তিনি।

বিপিএলে এবার চারজন ক্রিকেটার ছুঁলেন অনন্য এই সেঞ্চুরির মাইলফলক। প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন মুশফিকুর রহিম। আজ বিপিএল ক্যারিয়ারে ১০৫ তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি। ১০২ টি ম্যাচ খেলে তালিকার দুইয়ে আছেন এনামুল হক বিজয়। মাশরাফির আগে আজ শততম ম্যাচ খেলেন ইমরুল কায়েসও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৪ রানে হারায় দল। তালিকার সবশেষ সংযোজন মাশরাফি। বিপিএলে ৯ আসরে সবকটি ম্যাচই খেলেছেন তিনি।

শততম ম্যাচে আরও অনন্য সেঞ্চুরি হাতছানি দিচ্ছে মাশরাফিকে। আজ খেলার আগে টুর্নামেন্টে ডানহাতি এই পেসারের উইকেট সংখ্যা ছিল ৯৬ টি। আজ চার উইকেট নিলেই দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হবেন তিনি। ১২৬ উইকেট নিয়ে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩

এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।