ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতিই।

আগামী ২৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। মূল আয়োজন শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।  

এছাড়াও আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন জ্যোতিরা। প্রথমটি ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ও ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবে টাইগ্রেসরা।  গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি।

স্টান্ডবাই: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা।  

গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি

 তারিখ  প্রতিপক্ষ
 ১২ ফেব্রুয়ারি  শ্রীলঙ্কা
 ১৪ ফেব্রুয়ারি  অস্ট্রেলিয়া
 ১৭ ফেব্রুয়ারি  নিউজিল্যান্ড
 ২১ ফেব্রুয়ারি  দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ সময় : ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।