ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ধারাবাহিকতা রাখলে জাতীয় দলের ‘বিবেচনায়’ থাকবেন নাসির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
ধারাবাহিকতা রাখলে জাতীয় দলের ‘বিবেচনায়’ থাকবেন নাসির ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে : নাসির হোসেন যেন নিজেকে খুঁজে পেয়েছেন নতুন করে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করছেন ঢাকা ডমিনেটর্স।

দল ততটা সফল না হলেও ব্যাট-বলের পারফরম্যান্সে উজ্জ্বল এই অলরাউন্ডার।  

এখন অবধি পাঁচ ইনিংসে ব্যাট করে ৭১.৬৬ গড়ে করেছেন ২১৫ রান। টানা পাঁচ ইনিংসে ৩০ ছাড়ানো সংগ্রহ এসেছে নাসিরের ব্যাটে। বল হাতেও পেয়েছেন উইকেট।  

নাসির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সুযোগ পাবেন জাতীয় দলে, এমনটা বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘অনেক দিন পর এসে খেলছে, ভালো খেলছে। অকে আগে খেলতে দেন। স্টেবল হতে হবে। কারণ অনেকদিন পর এসে পারফর্ম করা একটা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য। প্রত্যাবর্তন করেছে। ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় থাকলে অবশ্যই বিবেচনা করা হবে। ’

এবারের বিপিএল কেমন দেখছেন এমন প্রশ্নের জবাবে চট্টগ্রামে নান্নু বলেন, ‘এখন পর্যন্ত ভালো ক্রিকেট হয়েছে। রোমাঞ্চকর ক্রিকেট। বেশ কিছু পারফর্মার আমরা দেখেছি। অনেকজনই আছে, সব বিভাগেই দেখা হচ্ছে। প্রতিটা ম্যাচই পর্যবেক্ষণ করা হচ্ছে। ’ 

‘অনেকজনকেই দেখেছি। এই মুহূর্তে কারও নাম বলব না। কারণ ৮০ শতাংশ ম্যাচ না গেলে বলা মুশকিল। এখানে প্লেয়ারদের ভালো ইনভলভমেন্ট ও কমিটমেন্ট আছে। ’

বাংলাদেশ সময় : ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এমএইচবি/ এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।