ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনার কারণে বিপিএলের জৌলুশ নেই, দাবি ওয়াহাবের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
করোনার কারণে বিপিএলের জৌলুশ নেই, দাবি ওয়াহাবের

চট্টগ্রাম থেকে : বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম নিয়মিত মুখ ওয়াহাব রিয়াজ। পাকিস্তানি পেসার আগে খেলেছেন ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্সের মতো দলে।

ওয়াহাব রিয়াজের এবারের ঠিকানা হয়েছে খুলনা টাইগার্স।

যদিও প্রথম তিন ম্যাচেই হেরে গেছে তার দল। রোববার সংবাদ সম্মেলনে এসেছিলেন ওয়াহাব রিয়াজ। চলতি বিপিএলকে ঘিরে ধরেছে নানা বিতর্ক। অনেকের দাবি, আগের সেই জৌলুশ নেই বিপিএলে। এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওয়াহাব রিয়াজের কাছে।

জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় গত দুই বছর কোভিড-১৯ পুরো পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করেছে। আমার মনে হয় বিপিএলের প্রতিদ্বন্দ্বীতা দারুণ, কারণ এখানে ক্রিকেট সহজ নয়। ব্যাটার বা বোলার হিসেবে আসলে কন্ডিশনে জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। স্পিনাররা ভালো কাজ করছে, পেসার হিসেবে আপনাকে খুব নিখুঁত হতে হবে পারফর্ম করার জন্য। ’

‘বিপিএল কিছুই হারায়নি। এটা কেবল দুই বছর সব ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করে দিয়েছে। যত বেশি ক্রিকেট হবে, ততই অবস্থা ভালো হবে। ’

এবারের বিপিএলে বড় বিতর্কের নাম এডিআরএস। শনিবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলি অনিকের আউট নিয়ে সমালোচনা তৈরি হয়। এমন ডিআরএস কি আর কোথাও দেখেছেন? এমন প্রশ্নে ওয়াহাব বলছেন, এডিআরএস না থাকাই ভালো।

তিনি বলেন, ‘সত্যি কথা বলতে এডিআরএস সমস্যা তৈরি করছে। আমাদের সঙ্গেও এক ম্যাচে এমন হয়েছিল। যদি আমার পছন্দের কথা বলেন, এডিআরএস না রেখে আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে দেবো। এটা আসলে ব্যাটার ও বোলার দুজনের ক্ষেত্রেই সংশয় তৈরি করে। আম্পায়ারদেরই বিচার করতে ও সেরাটা বেছে নিতে দেওয়া দরকার। ’

বাংলাদেশ সময় :১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।