ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মালিকের কাছে শিখছেন রংপুরের রাকিবুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
মালিকের কাছে শিখছেন রংপুরের রাকিবুল ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে: অভিজ্ঞতার ঝুলি তার ভরপুর। বিশেষত টি-টোয়েন্টিতে শোয়েব মালিক নিজেকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়।

৪৯৩ টি-টোয়েন্টি খেলে ১২ হাজারের বেশি রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ১৬২ উইকেট।

অভিজ্ঞ এই অলরাউন্ডার এবার মাঠ মাতাচ্ছেন রংপুর রাইডার্সের হয়ে। সর্বশেষ ম্যাচে পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। রংপুরের হয়ে খেলছেন তরুণ অফ স্পিনার রাকিবুল হাসান। তিনি বলছেন, শোয়েব মালিকের কাছ থেকে প্রতিনিয়তই শিখছেন তারা।

বৃহস্পতিবার চট্টগ্রামে রাকিবুল বলেছেন, ‘আলহামদুলিল্লাহ রংপুরের মতো দলে খেলতেছি। শোয়েব মালিক, সিকান্দার রাজা, বেনি হাওয়েল ওরা ছিল, ওদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতেসি, অভিজ্ঞতা নিতেসি, শিখতেসি। ইন শা আল্লাহ সামনে যে খেলা আছে চেষ্টা করব শেখার। ’

শোয়েব মালিকের সঙ্গে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে রাকিবুল বলেছেন, ‘উনি অনেক বড় খেলোয়াড়। অনেক টি-টোয়েন্টি খেলসে, অনেক রান করসে। আমরা সবাই চেষ্টা করছি তার থেকে যত বেশি শেখা যায়। উনিও আমাদের সাহায্য করতেসে। আমরা চেষ্টা করতেসি শেখার, মাঠে ভালো খেলার, নিজের সেরাটা দেওয়ার… তো বিষয়টা ভালোই। ’

বিপিএলের শুরুটা দারুণ হয়েছিল রংপুর রাইডার্সের। প্রথম ম্যাচেই তারা হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। কিন্তু দ্বিতীয়টিতে ফরচুন বরিশালের কাছে হারতে হয় রংপুরের। এরপর দলের অবস্থা কেমন?

এমন প্রশ্নের জবাবে রাকিবুল বলেন, ‘প্রথম ম্যাচটা জেতার পর অনেক … লক্ষ্য ছিল। লাস্ট দুই ম্যাচ আমরা ভালোই খেলেছি। হয়তোবা খেলায় হার জিত থাকে, এই কারণে আমরা হেরেছি। ছোট ছোট কিছু ভুল ছিল, ওইসব না হলে হয়তো খেলায় জিততাম। আমরা ভালোই আত্মবিশ্বাসী। ইন শা আল্লাহ আগামীকালকে ওদের সঙ্গে খেলব, আশা করি ভালো খেলব। ’

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।