ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই ম্যাচ খেলে রংপুর ছাড়লেন রাজা-হাওয়েল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
দুই ম্যাচ খেলে রংপুর ছাড়লেন রাজা-হাওয়েল

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের আসা নিয়ে আলোচনা হয়েছে অনেক। আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলায় অনেক ক্রিকেটাররা আসছেন এক থেকে দুই ম্যাচের জন্যও।

 

দুবাইয়ের আইলটি-২০ খেলতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে গিয়েছিলেন মোহাম্মদ নবী, ফজল হক ফারুকী ও ডেভিড মালান। এবার একই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ ছেড়েছেন রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার বেনি হাওয়েল ও সিকান্দার রাজা।  

তাদের দুজনের চলে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে রংপুর। তারা লিখেছে, ‘দেখা হবে খুব দ্রুতই আবার জয়ের লড়াইয়ে। ’

ঢাকা পর্বশেষে বিপিএল এখন হবে চট্টগ্রামে। এখন অবধি খেলা দুই ম্যাচের একটিতে জিতেছে রংপুর রাইডার্স, হেরেছে একটিতে। যেখানে কুমিল্লার বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১২ রান করেছেন তিনি।  

দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২ রানে আউট হলেও বল হাতে ১৪ রান দিয়ে ২ উইকেট পান রাজা। বেনি হাওয়েল প্রথম ম্যাচে ব্যাট হাতে ৮ রান করার পর বল হাতে এক উইকেট নেন। পরের ম্যাচে ৫ রান করে ছিলেন উইকেটশূন্য।  

বাংলাদেশ সময় : ১৫৫৯ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।