ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে মুশফিকের অনন্য ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
বিপিএলে মুশফিকের অনন্য ‘সেঞ্চুরি’ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) কোনো আসরে সেঞ্চুরি নেই মুশফিকুর রহিমের। তবে আজ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খেলতে নেমেই অনন্য এক সেঞ্চুরি করলেন তিনি।

প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিপিএলে ৯ আসরের সবকটিতেই খেলেছেন মুশফিক। শততম ম্যাচ খেলার আগে ৩৭.৯৭ গড়ে ২ হাজার ৫৮২ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২ হাজার ৬৭৬ রান করে শীর্ষে থাকা তামিম ইকবালের পরেই তার অবস্থান।

বিপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় মুশফিকের ঠিক পরে আছেন এনামুল হক বিজয়। ৯ আসরে ৯৬ ম্যাচ খেলেছেন তিনি। ৯৫ তম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকের বর্তমান সতীর্থ ও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৯৪ ম্যাচ নিয়ে ইমরুল কায়েস চারে। এবং সমান ৯৩ টি করে ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।