ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন ফরম্যাটেই খেলতে চান জাকির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
তিন ফরম্যাটেই খেলতে চান জাকির

ভারতের বিপক্ষে টেস্টে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। তার ধৈর্য, লড়াই করতে পারা নজর কেড়েছিল সবার।

দীর্ঘ সংস্করণের ক্রিকেটে লম্বা সময়ের সম্পদ হতে পারেন, মনে করা হয়েছে এমন। তবে টি-টোয়েন্টিতেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন জাকির হাসান।

শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে করেছেন ৪৩ রান। জাকিরের এই ইনিংস দলের জয়েও সাহায্য করেছে বেশ। রোববার সিলেটের বোলিং কোচ নাজমুল হোসেন প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তার। জানিয়েছেন, জাকির খেলতে চান তিন ফরম্যাটেই।

মিরপুরে তিনি বলেছেন, ‘জাকির অসাধারণ ব্যাটিং করছে। আমি ওকে গত ২-৩ বছর ধরেই দেখছি সিলেট বিভাগের হয়ে। ও নিজের ব্যাটিং নিয়ে সবসময়ই চিন্তা করে। আমি আলাদা করে ওর সঙ্গে কথা বলে পরিকল্পনা জিজ্ঞেস করেছি। ’

‘ও বলেছে ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই খেলে যেতে চায়। ও এভাবেই নিজেকে তৈরি করছে। ভারতের বিপক্ষে সিরিজটা ওর জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেখানে ভালো খেলায় ওর মধ্যে আত্মবিশ্বাস কাজ করছে। আমি মনে করি এই আত্মবিশ্বাসের কারণেই ভালো খেলতে পারছে। ’

বরিশালের বিপক্ষে ইনিংস নিয়ে নাজমুল বলেন, ‘অবশ্যই! (জাকির টি-টোয়েন্টিতে বড় সম্পদ হবে) আমার খেলোয়াড়ি জীবন বা অনেকদিন ঘরোয়া ক্রিকেট খেলেছি, রান তাড়ার ম্যাচে জাকিরের মতো এমন ইনিংস খুবই কম দেখেছি। ওর ইনিংসটাই আমাদের খেলার মোমেন্টাম বদলে দিয়েছে। এটি ধরে রাখতে পারলে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে জাকির। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।