ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

এখনও দুই দিন বাকি : মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এখনও দুই দিন বাকি : মিরাজ ছবি : উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে : ৫১৩ রানের বিশাল লক্ষ্য বাংলাদেশের সামনে। ম্যাচ জিততে হলে ভাঙতে হবে অনেক রেকর্ডও।

টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৩ রান করেছে বাংলাদেশ। সেটিকেও এবার ছাড়িয়ে যেতে হবে টাইগারদের। ভারতের ৪০৪ রানের জবাবে কেবল ১৫০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।  

এরপরই দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বাংলাদেশের সামনে এমন লক্ষ্য দিয়েছে ভারত। তাদের দেওয়া বিশাল সংগ্রহের সামনে দাঁড়িয়ে স্বাগতিকদের পরিকল্পনা আসলে কী? এমন প্রশ্নের জবাবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলছেন, এখনও দুই দিন বাকি আছে তাদের হাতে।  

তিনি বলেছেন, ‘ওইরকম পরিকল্পনা ঠিক করা যাবে না। কারণ এখনও দুই দিন বাকি। রানও অনেক বাকি। আমার কাছে মনে হয় ব্যাটারদের খেলতে থাকতে হবে। অবশ্যই এই ম্যাচে ফল আসবে। হয় আমরা জিতব, না হয় ওরা জিতবে। একটা জিনিস হলো, ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ’ 

শেষদিকে গিয়ে অনেক সময় ভালো হয়ে যায় চট্টগ্রামের উইকেট। এ নিয়ে জানতে চাইলে মিরাজ বলেছেন, ‘উইকেট তো ভালো ছিল, এখনও ভালো আছে। একটা জিনিস কী যে, বাস্তবায়ন করাটা খুব জরুরি। ভালো সিদ্ধান্ত নেওয়া, পরিষ্কার মানসিকতা নিয়ে খেলা খুব জরুরি। ’

‘আমার মনে হয়, ব্যাটাররা বুঝতে পেরেছি আমাদের কোথায় ঘাটতি রয়েছে, প্রথম ইনিংসে আমরা কীভাবে আউট হয়েছি। আমি আশা করি ভালো একটা খেলা হবে, হার-জিত তো অনেক পরের ব্যাপার। এখনও দুই দিন বাকি আছে। আমি আশা করি আমাদের ব্যাটাররা ভালো খেলবে। ’

বাংলাদেশ সময় : ১৯২১ ঘণ্টা, ১৬ ডিসেম্বর, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।