ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

৩০০ রানও করতে পারতাম : ইশান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
৩০০ রানও করতে পারতাম : ইশান

চট্টগ্রাম থেকে : অবিশ্বাস্য এক ইনিংসই খেলেছেন ঈষান কিষান। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ২১০ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন তিনি।

ক্যারিয়ারের দশম ওয়ানডেতে এসে প্রথম সেঞ্চুরি পাওয়ার পর সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন।

১২৮ বলে এই মাইলফল ছুঁয়ে একটি রেকর্ডও গড়েন কিষান। বিশ্বের সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক এখন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিস গেইলের ১৩৬ বলের রেকর্ডকে ছাপিয়ে গেছেন কিষান। ভারতীয় ব্যাটারের চোখ অবশ্য ছিল আরও উপরে।  

রোহিত শর্মা, শচীন টেন্ডুলকার বীরেন্দ্র শেওয়াগের পর চতুর্থ ভারতীয় হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর তিনি বলেছেন, ‘কিংবদন্তিদের সঙ্গে আমার নাম শুনতে পেরে ভালো লাগছে। আমার এখনও মনে হচ্ছে, যখন আউট হলাম ১৫ ওভার বাকি ছিল। হয়তো ৩০০ রানও করতে পারতাম। ’

নিজের পরিকল্পনা জানিয়ে কিষান বলেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট খুব ভালো ছিল। আমার পরিকল্পনা খুব পরিষ্কার ছিল, নাগালের মধ্যে (বল) পেলে আমি অবশ্যই মেরে দেব। ’

প্রায় পুরোটা সময়ই ভিরাট কোহলির সঙ্গে ছিলেন কিষান। তাকে নিয়ে তিনি বলেছেন, ‘ভিরাট ভাইয়ের সঙ্গে ব্যাটিংয়ের ব্যাপারে বলব, খেলাটি নিয়ে তার বোধ অনেক গভীর। যখন নব্বইয়ের ঘরে গেলাম, তিনি আমাকে শান্ত রাখেন। যখন ৯৫ রানে ছিলাম, তখন ছক্কা মারতে চাচ্ছিলাম। তিনি আমাকে বোঝান, যেহেতু এটি আমার প্রথম সেঞ্চুরি, তাই এক রান নিয়ে আগালে ভালো হবে। ’

বাংলাদেশ সময় : ২০০৩ ঘণ্টা, ‍ডিসেম্বর ১০, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।