ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ইয়াসির-তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ইয়াসির-তাসকিন ছবি : উজ্জ্বল ধর

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন হাতছানি দিয়ে ডাকছে ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ।

যেটি আগে কখনো করতে পারেনি টাইগাররা। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দু দল।  

যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই সিরিজে প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। তিন ম্যাচের সবগুলোতেই তিনি জিতলেন টস।  

এই ম্যাচের একাদশে দুটি বদল এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলেননি পেসার তাসকিন আহমেদ, তিনি আছেন শেষ ম্যাচের একাদশে। নাজমুল হোসেন শান্ত ছিটকে গিয়ে জায়গা পেয়েছেন ইয়াসির আলি রাব্বি।  

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

বাংলাদেশ সময় : ১১৩১ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।