ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

আমি সবসময় দলের অংশ: সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
আমি সবসময় দলের অংশ: সুজন

ভারতের বিপক্ষে দারুণ একটা সিরিজই কাটছে বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে এক ম্যাচ হাতে রেখেই।

গুরুত্বপূর্ণ এই সিরিজে দলের সঙ্গে নেই টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তাকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মিরপুরে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হন সুজন। সেখানে কথা বলেছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়েও। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান সুজন। এরপর এই সিরিজেই কেবল নেই। তবে তিনি জানান, সবসময়ই দলের সঙ্গে আছেন।

সুজন বলেন, ‘আমি তো সবসময় দলের অংশ, দলের বাইরে বা ভেতরে থাকা গুরুত্বপূর্ণ না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আছি ততক্ষণ দলেরই অংশ। দলের ভেতরে থাকা হয়তো আলাদা জিনিস, তবে যেখানেই থাকি সবসময় যোগাযোগ তো হচ্ছেই। তবে মাঠে থাকতে পারাটা, জয়ের সময় থাকাটা সবসময়ই আনন্দের। উদযাপন তো হয়ই, মাঠে বা মাঠের বাইরেই যেখানেই হোক না। ’

‘কাল (৭ডিসেম্বর) সবাই এক্সাইটেড ছিল। আমি অনেকদিন পর আসলে দলের বাইরে থেকে খেলাটা দেখলাম। এটাও এক ধরনের বড় অভিজ্ঞতা। সবাই কত এক্সাইটেড থাকে যখন বাংলাদেশ দলে খেলে। যখন ফোন কলগুলো পাই দলের থাকার সময়, সেটা এখন বুঝি কেন সবাই এক্সাইটেড থাকে। এটা হল না, এটা হল কেন? ক্যাচটা ধরতে পারেনি কেন? ধরতে পারলে জিতে যেতাম এসব...। ’

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের দুটি ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানের সঙ্গে শেষ উইকেট জুটিতে রেকর্ড ৫১ রান করে দলকে জেতান। দ্বিতীয়টিতে পান ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।

এনিয়ে সুজন বলেন, ‘মিরাজ নিজেকে মেলে ধরছে। আমরা সব সময় তাকে বোলিং অলরাউন্ডার মনে করি। সত্যি কথা বলতে গেলে এখন থেকে তাকে ব্যাটিং অলরাউন্ডারও চিন্তা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।