ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

হাসপাতালে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
হাসপাতালে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে ছবি : শোয়েব মিথুন

আগের ম্যাচে ব্যাট হাতে রান পাননি। দ্বিতীয়টিতে দলের জন্য ভরসা হতে পারেন রোহিত শর্মা।

সিরিজ বাঁচানো এই ম্যাচ তো বটেই ভারতীয় অধিনায়কের শঙ্কা জেগেছে পুরো সিরিজে খেলা নিয়েই।  

এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান রোহিত। সেটি বেশ গুরুতরই। স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় অধিনায়ককে।  

মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।  সিরাজের করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আউটসাইড এজে স্লিপে বিজয়ের ক্যাচ ছাড়েন রোহিত শর্মা। ওই সময় বাঁ হাতে চোট নিয়ে মাঠও ছাড়তে হয় তাকে।  

তখন রোহিতের হাতে রক্তও দেখা যায়। সঙ্গে সঙ্গেই তিনি মাঠ ছাড়েন, বদলি ফিল্ডার হিসেবে নামেন রাজত পাতিদার। এখন বিসিসিআই জানিয়েছে, স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে রোহিতকে।  দুই ঘণ্টা পর তার রিপোর্ট পাওয়ার কথা।  

বাংলাদেশ সময় : ১৩১২ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।