ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে সুযোগ পাবেন আরও বাংলাদেশি, আশা রোহিতের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
আইপিএলে সুযোগ পাবেন আরও বাংলাদেশি, আশা রোহিতের আইপিএলে আরও বেশি বাংলাদেশি সুযোগ পাবেন এমন আশা রোহিত শর্মার। ছবি: শোয়েব মিথুন

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্টে খেলার আগ্রহ থাকে বেশির ভাগ ক্রিকেটারই।

আসন্ন আসরের জন্য নিবন্ধন করেছেন ৬ বাংলাদেশি ক্রিকেটাররা।  

যদিও তারা সুযোগ পাবেন কি না, এ নিয়ে সংশয় কাটেনি। এখন পর্যন্ত আইপিএলে নিয়মিত খেলেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এবারও এই পেসারকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। রোহিত শর্মা বলছেন, তার আশা আরও বেশি ক্রিকেটার সুযোগ পাবেন।

তিনি বলেছেন, ‘আমি আশা করি। আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ তারা মানসম্পন্ন দলের, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে। ’

মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। গতবার তাসকিন আহমেদ ডাক পেয়েছিলেন, কিন্তু যাননি। আগামী আসরের জন্য নিলামে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ।

তাদের সুযোগ পাওয়া প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজানো শুরু করেনি। এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত। ’

বাংলাদেশ সময় : ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।