ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় তামিম

কয়েকদিন পরই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাঠে নামবে বাংলাদেশ। ৪ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ।

কিন্তু এই সিরিজে অধিনায়ক তামিম ইকবালের থাকা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। এর আগে তাসকিন আহমেদও সিরিজ থেকে ছিটকে যান।  

বিসিবি সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন তামিম। অধিনায়ক তামিমকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে গতকালের ক্লোজ ডোর অনুশীলন ম্যাচে পাওয়া চোটের জন্য। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ম্যাচে তামিম এখানে হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৯৫ বলে ১১ চার ৩ ছক্কায় ১০১ রান করে হয়েছেন রান আউট।

এই ম্যাচেই কুঁচকিতে চোট পেয়েছেন তামিম। এ ধরনের চোটে সাধারণত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় ক্রিকেটারদের। এমন হলে ওয়ানডে সিরিজ তো বটেই প্রথম টেস্টেও তামিমের খেলা নিয়ে সংশয় আছে। তামিমের চোট বেশ গুরুতর হলেও তাকে আরও দুয়েকদিন পর্যবেক্ষণে রাখতে চায় বিসিবি।  

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ৭ তারিখ একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে। একদিনের সিরিজের শেষটি ও টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। শেষ টেস্ট খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল।  

বাংলাদেশ সময় : ১৮০৩ ঘণ্টা, ১ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।