ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

চিকিৎসকদের পিপিই সরবরাহে হাইকোর্টের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
চিকিৎসকদের পিপিই সরবরাহে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: বৈশ্বিক মহাহারিতে পরিণত হওয়া করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালের চিকিৎসক, রোগী, নার্সসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা উপকরণ-পিপিই সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

একই সঙ্গে কী কী উপকরণ দরকার তার তালিকা করতে কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটি তালিকা করার পর সাতদিনের মধ্যে তা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

 

উপকরণ সংগ্রহ করতে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।   

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২২ মার্চ)  বিচারপতি আশাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের  অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

হাইকোর্টে রিট দায়ের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়াসহ তিন আইনজীবী।  

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মনজিল মোরসেদ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।